গাইবান্ধা সরকারি কলেজের আয়োজনে মেডিকেল কলেজে ভর্তির সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজীদের মাঝে পুরস্কার বিতরণ অদ্য ০২ মার্চ শনিবার সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ খলিলুর রহমান,সচিব,ভূমি মন্ত্রণালয়।
গাইবান্ধা সরকারী কলেজ অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মশিয়ার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদ হাসান সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদ আল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, সদর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. রেজাউল করিম, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুরস্কার বিতরণী ও শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আহবায়ক সহযোগী অধ্যাপক খন্দকার সরওয়ার হোসেন। সহযোগী অধ্যাপক আবু সাঈদ মন্ডল, সহযোগী অধ্যাপক শহিদুর রহমান, আনোয়ার হোসেন, আনিসা আকতার বেগম চৌধুরী, সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমান, সহকারী অধ্যাপক মশিউর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ২১ জন শিক্ষার্থী বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় তাদেরকে সংবর্ধনা ও ক্রীড়ায় ২৪টি ইভেন্টের বিজয়ী প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।