সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বুধবার স্থানীয় পৌর শহীদ মিনার চত্ত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে শহীদ মিনার চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সংগঠনের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে বক্তব্য দেনন বাসদ মার্কসবাদী কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য নিলুফার ইয়াসমিন শিল্পী, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী, সংগঠনের সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিক, গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি কলি রানী, সাধারণ সম্পাদক কামরুল হাসান প্রমূখ।
বক্তারা বলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার বেসরকারিকরণ-বাণিজ্যিকীকরন ও সংকোচনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আসছে। তারই ধারাবাহিকতায় ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে।
তারা বলেন, দিন দিন শিক্ষারমান ক্রমাগত ধ্বংস হচ্ছে, শিক্ষাধ্বংসের জাতীয় শিক্ষাক্রম- ২০২১ চালু করা হয়েছে, যেখানে বিজ্ঞান শিক্ষার শুরুত্ব কমানো হয়েছে, পাশ ফেল প্রথা তুলে দেয়া হয়েছে।
তাই বক্তারা দাবি জানান- নবম-দশম শ্রেণীতে বিজ্ঞান শিক্ষার গুরুত্ব কমানো চলবে না, একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পর পর দুটি পাবলিক পরীক্ষা বাতিল, ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ ইত্যাদি চিহ্নের মাধ্যমে মূল্যায়ন পদ্ধতি বাতিল, নম্বর ভিত্তিক মূল্যায়ন পদ্ধতি চালু, পাঠ্যপুস্তকে মনীষীদের জীবন সংগ্রাম অন্তর্ভুক্ত করা। সেইসাথে পুনঃভর্তির নামে ফি আদায় বাতিল, গাইবান্ধায় পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণ ও সর্বজনীন-বিজ্ঞানভিত্তিক-সেক্যুলার-গণতান্ত্রিক একই ধারার শিক্ষা ব্যবস্থা চালু করারও আহ্বান জানান।