বরাবরের মতোই নেটিজেনদের মন্তব্য নিয়ে মাথা ঘামাননি নুসরাত। কেননা এরকম নেতিবাচক মন্তব্যের তীর তার দিকে হরহামেশাই ছুটে আসে। বিতর্ক যেন পিছুই ছাড়ছে না নুসরাতকে। প্রতিনিয়তই সমালোচনা, কটাক্ষ তাকে ঘিরে রেখেছে। তাই এসবে অভ্যস্ত হয়ে গেছেন।
দেশীয় শোবিজ অঙ্গনের যেকজন অভিনেত্রী আকর্ষণীয় ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকেন তাদের মধ্যে নুসরাত ফারিয়া অন্যতম। নজরকাড়া ছবি প্রকাশ করে তিনি যেমন প্রশংসা কুড়াচ্ছেন তেমনি মাঝে মধ্যে আকর্ষণীয় ও খোলামেলা ছবি প্রকাশ করে সমালোচনারও মুখে পড়েছেন।
গরম একদম সহ্য করতে পারেন না ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া। তাই ফেসবুকে ‘খোলামেলা’ ছবি পোস্ট করে আলোচনায় থাকেন তিনি।
গতকাল তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেন নুসরাত ফারিয়া। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সামার ভাইভস’। অর্থাৎ গরমের দিনে দেহমনে প্রশান্তি আনতে খোলামেলা থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন অভিনেত্রী।
তার ফেসবুকে আরও কয়েকটি ‘খোলামেলা’ ছবি পোস্ট করেন নুসরাত ফারিয়া। ছবির ক্যাপশনে লেখেন ‘হটেস্ট প্রোব্লেম… আই মিন্ট সামার’।
কিন্তু এমন রূপে নুসরাতকে দেখে মোটেও পছন্দ হয়নি অনুসারীদের। হাজারো নেতিবাচক মন্তব্যে ভরে গেছে তার পোস্টের কমেন্ট বক্স। কেউ কেউ আবার ধর্ম টেনেও তাকে কটাক্ষ করেছেন। বলেছেন, ‘মুসলিম নামের কলঙ্ক নুসরাত’।