এবার ফারিয়া জানালেন বিয়ের খবর। ২০২১ সালের ফেব্রুয়ারিতে মাহফুজ রায়ানের সঙ্গে বাগদান হয় অভিনেত্রী ফারিয়া শাহরিনের। আজ সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ভক্তদের সঙ্গে সুখবরটি ভাগাভাগি করেন তিনি। বেলা ১১টা ৪ মিনিটে একটি ছবি দিয়ে ফারিয়া লিখেছেন, ‘আমাদের জন্য সবাই দোয়া করবেন।’
কবে বিয়ে হলো সেটা অবশ্য জানাননি এখনো ফারিয়া। তবে তাঁর পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। একজনের মন্তব্যের জবাবে ফারিয়া লিখেছেন,ঘরোয়া আয়োজনে তাঁদের কাবিন সম্পন্ন হয়েছে।
বাগদানের পর সাক্ষাৎকারে ফারিয়া জানিয়েছিলেন, অনেক বছর ধরেই রায়ানের সঙ্গে পরিচয়। চার বছর প্রেমের পর দুই পরিবারের সম্মতিতে বাগদান সেরেছেন।
২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন ফারিয়া শাহরিন। একটি মুঠোফোন কোম্পানির ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্র তাঁর পরিচিতি বাড়িয়ে দেয়। অভিনয় করেছেন চলচ্চিত্রেও।
দুটি ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। একটি ‘দৈনিক তোলপাড়’ ও দ্বিতীয়টি ‘এয়ারকম’। কাজল আরেফিন পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে আলোচিত হন ফারিয়া শাহরিন।