Dhaka ০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ




বোয়ালীতে ড্রেজার মেশিনে আবাদী জমির বালু উত্তোলন

গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের ছাট নসরতপুর (চিলার ভিটা) গ্রামে বন্ধ হচ্ছে না বালু উত্তোলন। বালু ব্যবসায়ী পলক কর্তৃক ড্রেজার মেশিন দিয়ে আবাদী জমি থেকে বালু উত্তোলন করায় বরিং স্থানের আশেপাশের জমি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

 



 

স্থানীয়রা জানান, ছাট নসরতপুর (চিলার ভিটা) গ্রামের বালু ব্যবসায়ী পলক দীর্ঘ কয়েক বছর ধরে বালুর ব্যবসা করে আসছেন। দুই এক মাস বন্ধ থাকলেও গত কয়েক দিন ধরে আব্দুল্লাহ নামের জৈনক ব্যক্তির আবাদী জমিতে ড্রেজার মেশিন বোরিং করে আবারো শুরু করেছে বালু উত্তোলনের কাজ। এতে করে বোরিং স্থানের আশেপাশের জমিগুলো যেমন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে অপরদিকে ট্রাক্টর ও ট্রলি দিয়ে বালু বহন করায় রাস্তাঘাটের নাজুক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

ট্রাক্টর ও ট্রলির বেপরোয়া গতির কারণে যেকোনো সময় ঘটতে পারে প্রাণহানির ঘটনা। ট্রাক্টর ও ট্রলির চলাচলে রাস্তাঘাটের ধুলাবালিতে বিষাক্ত করে তুলছে পরিবেশ। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন।

 



 




সর্বাধিক পঠিত

গাইবান্ধায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

x

বোয়ালীতে ড্রেজার মেশিনে আবাদী জমির বালু উত্তোলন

প্রকাশ: ১১:৫৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩

গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের ছাট নসরতপুর (চিলার ভিটা) গ্রামে বন্ধ হচ্ছে না বালু উত্তোলন। বালু ব্যবসায়ী পলক কর্তৃক ড্রেজার মেশিন দিয়ে আবাদী জমি থেকে বালু উত্তোলন করায় বরিং স্থানের আশেপাশের জমি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

 



 

স্থানীয়রা জানান, ছাট নসরতপুর (চিলার ভিটা) গ্রামের বালু ব্যবসায়ী পলক দীর্ঘ কয়েক বছর ধরে বালুর ব্যবসা করে আসছেন। দুই এক মাস বন্ধ থাকলেও গত কয়েক দিন ধরে আব্দুল্লাহ নামের জৈনক ব্যক্তির আবাদী জমিতে ড্রেজার মেশিন বোরিং করে আবারো শুরু করেছে বালু উত্তোলনের কাজ। এতে করে বোরিং স্থানের আশেপাশের জমিগুলো যেমন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে অপরদিকে ট্রাক্টর ও ট্রলি দিয়ে বালু বহন করায় রাস্তাঘাটের নাজুক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

ট্রাক্টর ও ট্রলির বেপরোয়া গতির কারণে যেকোনো সময় ঘটতে পারে প্রাণহানির ঘটনা। ট্রাক্টর ও ট্রলির চলাচলে রাস্তাঘাটের ধুলাবালিতে বিষাক্ত করে তুলছে পরিবেশ। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন।