গাইবান্ধায় দিনব্যাপী দুর্যোগ ঝুঁকি হ্রাস মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণে দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়।
এসকেএস ফাউন্ডেশন ও কেয়ার বাংলাদেশ এর সহায়তায় দিনব্যাপী এই মেলার আয়োজন করে জেলা প্রশাসন। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) সুশান্ত কুমার মাহাতো।
মেলা উপলক্ষে ভারপ্রাপ্ত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জুয়েল মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেয়ার বাংলাদেশের প্রদৃপ্ত প্রকল্পের ব্যবস্থাপক জগলুল রাজীব, প্রোগ্রাম ম্যানেজার সিদ্দিকুর রহমান, এসকেএস ফাউন্ডেশনের উপ-পরিচালক (ডেভেলপমেন্ট প্রোগ্রামস) খন্দকার জাহিদ সরওয়ার প্রমুখ।
উল্লেখ্য, মেলায় দুর্যোগ ঝুঁকি হ্রাস সংক্রান্ত ২০টি স্টল স্থান পায়।