বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শনিবার বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে সকাল ৮টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৮টা ১০ মিনিটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে মাল্যদান ও দুপুর ১২টায় আনন্দ র্যালি ও উন্নয়ন শোভাযাত্রা।
জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন ও সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজীবের নেতৃত্বে আওয়ামলীগ কার্যালয় চত্বর থেকে আনন্দ র্যালি ও উন্নয়ন শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।