
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে মঙ্গলবার গাইবান্ধা ডায়াবেটিক সমিতির উদ্যোগে নিজস্ব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবারের ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘ডায়াবেটিসের ঝুঁকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন’। গাইবান্ধা ডায়াবেটিক সমিতির সভাপতি গোবিন্দলাল দাসের সভাপতিত্বে সমিতির কর্মকর্তা এবং রোগীদের উপস্থিতিতে আলোচনা সভায় সূচনা বক্তব্য রাখেন সিনিয়র মেডিকেল অফিসার ডা: প্রদীপ কর্মকার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি ডা: শহিদুজ্জামান হারুন, জিল্লুর রহমান, কাজী মকবুল হোসেন মুকুল, যুগ্ম সম্পাদক প্রতাপ ঘোষ, সাইদুর রহমান বাবু, আব্দুল লতিফ হক্কানী, মো. নুরুজ্জামান সরকার, মোস্তাফিজুর রহমান মোস্তা, কাজী হামিদুল হক, সুবোধ কুমার সাহা প্রমুখ।
এই অনুষ্ঠানে রোগীরা ডাক্তারদের ডায়াবেটিস রোগের বিভিন্ন জটিল বিষয় তুলে ধরে প্রশ্ন করেন এবং ডাক্তাররা তার জবাব দেন।