গাইবান্ধা জেলা তাবলিগ জামাতের আয়োজনে তিন দিনব্যাপী জেলা ইজতেমা গতকাল শনিবার বেলা ১২টার সময় পলাশবাড়ী উপজেলার মাঠেরহাট এলাকায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।
আয়োজকরা জানান, জেলা ভিত্তিক আঞ্চলিক ইজতেমার অংশ হিসেবে গাইবান্ধায় এই ইজতেমার আয়োজন করা হয়। ইজতেমা মাঠে প্রায় লাখো মুসল্লিদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। এছাড়া অস্থায়ী টয়লেট, অযু ও গোসলের জন্য পানি সরবরাহের ব্যবস্থাও পর্যাপ্ত। ইজতেমায় গাইবান্ধা জেলা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে মুসল্লিরা সেখানে সমবেত হয়।
গাইবান্ধা জেলা ইজতেমা পরিচালনা কমিটির সমন্বয়ক শাহজাহান কবির বলেন, এবারের ইজতেমায় বয়ান করেন তাবলিগ জামাতের মুরুব্বি ঢাকা থেকে আগত মুফতি মাওলানা আজিমুদ্দিন, মুফতি মাওলানা আজিজসহ বেশকিছু মুরুব্বীরা।
গাইবান্ধার পুলিশ সুপার মো. কামাল হোসেন বলেন,ইজতেমা ময়দানে নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের টহল জোরদার ছিল।