গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানা পুলিশের বিশেষ অভিযানে সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের শরিফুল ইসলাম নামে ডলার প্রতারকচক্রের মূলহোতা কে আটক করা হয়।
শনিবার দুপুর ১২ ঘটিকায় গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ের সম্মলেন কক্ষে এক প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন ।
প্রেস ব্রিফিং সুত্রে জানা যায়, গত ২/৩ মাস পুর্বে নরসিংদী জেলার মৃত আলাউদ্দিনের পুত্র ব্যবসায়ী নিজামুল হক ধাপেরহাট এলাকার অজ্ঞাতনামা এক মহিলার সাথে মোবাইল ফোনে পরিচিত হয় এবং তাদের মধ্যে দাদা-নাতির সম্পর্ক সৃষ্টি হয়। ভুক্তভোগী নিজামুল হক ব্যবসায়িক কাজে বিভিন্ন সময় রংপুর আসলে, উক্ত মহিলা কৌশলে তার প্রতিবেশী চাচাতো ভাইয়ের মাধ্যমে অজ্ঞাতনামা স্থানে তার বাড়িতে নিয়ে আসে। তাকে খাওয়া-দাওয়া করিয়ে উক্ত মহিলা তার পিতা হিসাবে অজ্ঞাত একব্যাক্তিকে পরিচয় করি দেয়। একপর্যায়ে একটি কালো রঙের ব্যাগে ৮ হাজার ডলার রয়েছে বলা হয় এবং এই ডলার গুলোর বিনিময়ে তাকে ৭ লক্ষ টাকা দিতে বলে। তাতক্ষনিক ভুক্তভোগী নিজামুল হকের কাছে টাকা না থাকায় সে নরসিংদীতে ফিরে যায়। পরবর্তীতে ডলার গুলো ক্রয় করার জন্য ভুক্তভোগী নাজমুলকে নানারকম অনুনয় বিনয় করে। তাদের অনুরোধ ক্রমে গত ৬ ফেব্রুয়ারী দুপুর আনুমানিক ১২.৪০ ঘটিকার সময় ভুক্তভোগী নাজমুল ৬ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে তার জামাই সহ সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট এলাকার গেলে উক্ত মহিলার চাচাতো ভাই ইজি বাইকে করে অচেনা এক বাড়িতে নিয়ে যায়। বাড়িতে অবস্থান করা অবস্থায় একপর্যায়ে অপরিচিত ৭ থেকে ৮ জন ব্যক্তি এসে একটি কালো ব্যাগে ডলার দেখিয়ে ৬ লক্ষ ৫০ হাজার টাকা নেয়। ভুক্তভোগী নাজমুল ডলার গুলো দেখতে চাইলে তারা ডলারের ব্যাগটি ছিনিয়ে নিয়ে নেয় এবং পুলিশকে অবহিত করলে হত্যা করা হবে হবে হুমকি দেয়।
পুলিশ সুপার আরো জানান ভুক্তভোগী নাজমুল এই বিষয়ে সাদুল্যাপুর থানায় একটি এজাহার দায়ের করে। এরই ভিত্তিতে সাদুল্যাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার জামালপুর ইউনিয়নের মৃত গোলাম হোসেনের পুত্র শরিফুল ইসলাম নামে ডলার প্রতারক চক্রের মূলহোতা শরিফুল ইসলামকে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে নগদ ৫ লক্ষ ৫০ হাজার টাকা, একটি মাঝারি আকারের কালো হাত ব্যাগ যার ভিতরে বিভিন্ন বান্ডিল আকারে ১৩ টি বিস্কিট ও কয়েলের ফাকা কার্টুন, ভুয়া আমেরিকান ডলারের ৫ টি বান্ডিল, ১ টি মোটর সাইকেল, ১ টি ইজি বাইক এবং ১ টি চার্জার ভ্যান জব্দ করে।
প্রেস ব্রিফিং এর সময় উপস্থিত ছিলেন অর্থ ও প্রশাসন বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, ক্রাইম অ্যান্ড অপস বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল ধ্রুব জোর্তিময় গোপ, সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান সহ বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ ।