শুক্রবার ছিল ‘সাপ্তাহিক গাইবান্ধার বুকে’ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী। এদিন শুভেচ্ছা, ভালোবাসায় সিক্ত হয় পত্রিকাটি। ১০ম বছরে পদার্পন উপলক্ষে গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মাধুকর পত্রিকার সম্পাদক কেএম রেজাউল হক।
গাইবান্ধা প্রেসক্লাবের মিলনায়তনের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধার বুকে পত্রিকার সম্পাদক-প্রকাশক শামসুজ্জোহা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রেসক্লাবের সহ-সভাপতি দীপক কুমার পাল, যুগ্ম সম্পাদক সিদ্দিক আলম দয়াল, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক উজ্জল চক্রবর্ত্তী, নির্বাহী সদস্য রজতকান্তি বর্মন, এবিএম ছাত্তার, দৈনিক জনকন্ঠ পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি আবু কায়সার শিপলু প্রমুখ।
প্রেসক্লাবের নির্বাহী সদস্য খায়রুল ইসলাম অনুষ্ঠান পরিচালনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাপ্তাহিক পলাশবাড়ি পত্রিকার প্রকাশক ও সম্পাদক উত্তম সরকার, সাপ্তাহিক অবিরামের বার্তা সম্পাদক ওমর ফারুক, সাপ্তাহিক গাইবান্ধার বুকে স্টাফ রিপোর্টার হাসানুজ্জামান, স্বজন ইসলাম, দৈনিক জনসংকেত পত্রিকার স্টাফ রিপোর্টার শাহীন নুরী, দৈনিক আজকের জনগন পত্রিকার কার্তিক চন্দ্র বর্মন, তাজুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে কেক কাটা হয়।