গাইবান্ধা সরকারি কলেজের আয়োজনে শুরু হয়েছে ‘অমর একুশে বইমেলা-২০২৪। ২১ ফেব্রুয়ারি দিনব্যাপি কলেজ চত্বরে চলবে এই বই মেলা।
লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক মাজহারউল মান্নান বই মেলার উদ্বোধন করার পর গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অমর একুশের ভাষা আন্দোলন ও বই মেলা নিয়ে আলোচনা করেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক অধ্যাপক জহুরুল কাইয়ুম, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আব্দুল কাইয়ুম আজাদ প্রমুখ।
২১ ফেব্রুয়ারি বুধবার সকাল থেকে শুরু হওয়া বইমেলায় লোকসমাগম চোখে পড়ার মতো। মেলা প্রাঙ্গণে ৩৯টি স্টলে ছোটদের নানা রকম গল্প ও কবিতার বই এবং স্থানীয় লেখকদের ও দেশ বরেণ্য কবি সাহিত্যিকদের প্রকাশিত বই দিয়ে সাজানো ছিলো স্টল গুলো।
মেলায় আসা দর্শনার্থীদের একজন জানান, অমর একুশে বই মেলা গাইবান্ধায় হচ্ছে জেনে আমি আনন্দিত। সে কারণে বই মেলা আয়োজনকারী গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীদের কে ধন্যবাদ জানাই।
মেলায় আসা শিক্ষার্থীরা বলেন, অমর একুশে বই মেলায় এসে আমাদের মহান ভাষা আন্দোলন সম্পর্কে জানতে পারলাম এবং পছন্দের লেখকের বই কিনতে পেরে নিজেদের কে ভাগ্যবান মনে করছি। আমরা আশা করি প্রতিষ্ঠানটি প্রতি বছর বই মেলার আয়োজন করবেন।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান খন্দকার সারোয়ার হোসেনের সাথে কথা হলে তিনি সাপ্তাহিক অবিরাম পত্রিকার রিপোর্টারকে জানান, ২৬ বছরের শিক্ষকতা জীবনে এই প্রথম দেখলাম গাইবান্ধা সরকারি কলেজে অনুষ্ঠিত হচ্ছে দিনব্যাপী অমর একুশে বইমেলা। এই বই মেলার মাধ্যমে গাইবান্ধার ইতিহাস,গাইবান্ধার কথা সাহিত্য সম্পর্কে জানতে পারবে শিক্ষার্থীরা।