মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার রাত ১২টা এক মিনিটে পৌরপার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দিয়ে দিবসটির সূচনা করেন গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য শাহ সারোয়ার কবীর। পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, পুলিশ সুপার মো. কামাল হোসেন, গাইবান্ধা পৌরসভা, সাংবাদিক সংগঠন, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, বিভিন্ন রাজনীতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।
২১ ফেব্রুয়ারী বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শাহ সারোয়ার কবীর।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান পুলিশ সুপার মো. কামাল হোসেন, সিভিল সার্জন ডা: আব্দুল্লাহিল মাফি, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মো. আব্দুল আউয়াল, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা প্রমুখ।
আলোচনা শেষে দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।