গাইবান্ধায় সাবেক এমপি, সাংবাদিক অধ্যক্ষ মোখলেছুর রহমানের (৮৬) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……. রাজেউন)।
সোমবার (৪ ফেব্রুয়ারী) সকালে তিনি শহরের সাদুল্যাপুর রোড পশ্চিমপাড়ার নিজ বাসায় দুর্ঘটনাজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিকতার পাশাপাশি মোখলেছুর রহমান সাদুল্যাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছিলেন। তিনি পলাশবাড়ি-সাদুুল্যাপুর আসনের এমপি ও পলাশবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।
এদিকে, প্রবীণ রাজনীতিক, সাংবাদিক ও সমাজসেবী মোখলেছুর রহমানের মৃত্যুর সংবাদে শহরের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। শোকাচ্ছন্ন মানুষ তাকে এক নজর দেখতে তার পশ্চিমপাড়ার বাসায় ভিড় করেন। সোমবার বাদ মাগরিব গোরস্থান জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে পৌর গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাপ্তাহিক অবিরাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক হারুন-অর-রশিদ বাদল, প্রধান উপদেষ্টা এড.কাজী আমিরুল ইসলাম ফকু, যুগ্ন সম্পাদক কবি রফিক উদ্দিন আহমেদ ডিজু, সহকারি সম্পাদক সোহাগ মৃধা, বার্তা সম্পাদক ওমর ফারুক, যুগ্ন বার্তা সম্পাদক মাজহারুল ইসলাম বিপ্লব, বিজ্ঞাপন ম্যানেজার রুহুল আমিন সাজা।