গত বুধবার (৫ জুন) শহরের কাচারি বাজারস্থ গাইবান্ধা প্রেসক্লাব কার্যালয়ে বিপুল সংখ্যক সাংবাদিকদের উপস্থিতিতে নতুন কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই প্রয়াত সাধারণ সম্পাদক আবু জাফর সাবু ও উপদেষ্টা অধ্যক্ষ মোখলেছুর রহমানসহ সাংবাদিকদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সহ-সভাপতি অমিতাভ দাশ হিমুন। এর আগে পূর্বের কমিটি বিলুপ্ত করে সভায় সর্বসম্মতিক্রমে সরদার মো. শাহীদ হাসান লোটন (সম্পাদক,সাপ্তাহিক চলমান জবাব) সভাপতি ও ইদ্রিসউজ্জামান মোনা (এটিএন বাংলা ও এটিএন নিউজ) কে সাধারণ সম্পাদক করে ২০২৪-২০২৫ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যগণ হলেন সহ-সভাপতি দীপক কুমার পাল, সহ-সভাপতি অমিতাভ দাশ হিমুন, সহ-সভাপতি মো. খালেদ হোসেন, সহ-সভাপতি শফিউল ইসলাম, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মনা, যুগ্ম সম্পাদক কুদ্দুস আলম, যুগ্ম সম্পাদক জাভেদ হোসেন, যুগ্ম সম্পাদক মিলন খন্দকার, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান চৌধুরী, দপ্তর সম্পাদক উজ্জল চক্রবর্ত্তী, সাহিত্য সম্পাদক উত্তম সরকার, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, প্রচার সম্পাদক আবু কায়সার শিপলু, ক্রীড়া সম্পাদক শামসুজ্জোহা, সমাজ কল্যাণ সম্পাদক রবীন সেন, পাঠাগার সম্পাদক রিপন আকন্দ, কার্যনির্বাহী সদস্য আব্দুস সামাদ সরকার বাবু, আরিফুল ইসলাম বাবু, আফতাব হোসেন, জাহাঙ্গীর আলম, খায়রুল ইসলাম, রেজাউন্নবী রাজু, গোলাম রব্বানী মুসা, মাসুদার রহমান মুকুল, ফিরোজ কবীর মিলন, মাসুম বিল্লাহ, রিয়ন ইসলাম রকি, লালচান বিশ্বাস সুমন, জোবায়দুর রহমান জুয়েল।
এ সময় বক্তব্য দেন সাংবাদিক দীপক কুমার পাল, রেজাউন্নবী রাজু, মো. খালেদ হোসেন, জাভেদ হোসেন, কেএম নিয়ামুল ইসলাম পামেল, শফিউল ইসলাম, মিলন খন্দকার, গোলাম রব্বানী মুসা, জাহাঙ্গীর আলম, খায়রুল ইসলাম, উত্তম সরকার, আবু কায়সার শিপলু প্রমুখ।
সভায় জেলায় কর্মরত সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে গাইবান্ধা প্রেসক্লাবে সদস্য অন্তর্ভুক্ত করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।