Dhaka ০২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ




গাইবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে একজন নিহত

নিহত । প্রতীকী ছবি

জমি নিয়ে বিরোধের জেরে গাইবান্ধার খোলাহাটিতে চাচা মোকছেদুল ইসলামের ছুরিকাঘাতে ভাতিজা মাহফুজুর রহমান খুন হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের হাসেম বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মাহফুজুর রহমান ওই গ্রামের তাহের মুন্সির ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে চাচা মোকছেদুল ইসলামের সাথে ভাতিজা মাহফুজুর রহমানের জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে আজ চাচা-ভাতিজার মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। বাগবিতণ্ডার এক পর্যায়ে প্রথমে হাতাহাতি শুরু হয় পরে ধারালো ছুড়ি দিয়ে ভাতিজার গলায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে চাচা মাহফুজুর রহমান। এতে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যুবরণ করে মাহফুজুর রহমান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদ রানা জানান জমি সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মারামারিতে মাহফুজুর রহমান নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারসহ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।




সর্বাধিক পঠিত

গাইবান্ধায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

x

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে একজন নিহত

প্রকাশ: ০৭:৫৮:১১ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪

জমি নিয়ে বিরোধের জেরে গাইবান্ধার খোলাহাটিতে চাচা মোকছেদুল ইসলামের ছুরিকাঘাতে ভাতিজা মাহফুজুর রহমান খুন হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের হাসেম বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মাহফুজুর রহমান ওই গ্রামের তাহের মুন্সির ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে চাচা মোকছেদুল ইসলামের সাথে ভাতিজা মাহফুজুর রহমানের জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে আজ চাচা-ভাতিজার মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। বাগবিতণ্ডার এক পর্যায়ে প্রথমে হাতাহাতি শুরু হয় পরে ধারালো ছুড়ি দিয়ে ভাতিজার গলায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে চাচা মাহফুজুর রহমান। এতে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যুবরণ করে মাহফুজুর রহমান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদ রানা জানান জমি সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মারামারিতে মাহফুজুর রহমান নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারসহ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।