গাইবান্ধা সদর উপজেলার দাড়িয়াপুর বাণিজ্যিক বন্দরে সোমবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ১২টি দোকান ভষ্মিভুত হয়েছে। এতে প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, একটি মুদির দোকান থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে। অগ্নি কান্ডের খবর পেয়ে দমকল বাহিনীর ১টি ইউনিটের কর্মীরা রাত ১টা পর্যন্ত চেষ্টা চালিয়ে এই আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হয়।
এ সময়ে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী ও ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রন আনতে সহায়তা করে।
অবিরাম.কম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন |
পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদ আল হাসান, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাসলিমা সুলতানা স্মৃতি, জেলা আ.লীগের সাংগাঠনিক সম্পাদক আমিনুরজামান রিংকু ঘটনাস্থল পরির্দশন করেন।