পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতি সমুহে শোষণ, নির্যাতন, নিপীড়ন অব্যাহত রাখা, গুনগত মানহীন মালামাল ক্রয় করে গ্রাহক ভোগান্তি বৃদ্ধি করার প্রতিবাদে এবং স্মাট ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে বিআরইবি – পিবিএস একীভূতকরণসহ অভিন্ন চাকুরী বিধি বাস্তবায়ন ও সকল চুক্তিভিত্তিক/ অনিয়মিত কর্মচারীদের চাকুরী নিয়মিত করণের দাবীতে কর্ম বিরতী পালন করছেন গাইবান্ধা তুলশীঘাট পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারিগণ।
বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখে ১ জুলাই’২৪ সোমবার থেকে গাইবান্ধা তুলশীঘাট পল্লী বিদ্যুৎ সমিতি এর কার্যালয় চত্বরে সকল কর্মকর্তা ও কর্মচারিগণ কাজে যোগদান না দিয়ে বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার ফ্যাস্টুন নিয়ে ও বিভিন্ন স্লোগান দিয়ে কর্মবিরতি পালন করে আসছে।
অনির্দিষ্ট কর্মবিরতির অংশ হিসাবে মঙ্গলবার ৩ জুলাই দুপুর ১ টায় মেহেদী হাসান ( চুক্তি ভিত্তিক মিটার রিডার কাম ম্যাসেঞ্জার) এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির এজিএম নাজির হোসেন, বিলিং সহকারী (কাজ নাই মজুরি নাই নিয়োগপ্রাপ্ত) চম্পা মুখার্জি, লাইন ম্যান গ্রেড-১ ধীর মোহন বর্মন,লাইন ক্লু- লেবেল-১ ( চুক্তি ভিত্তিক) পাপুল মিয়া, (কাজ নাই মজুরি নাই নিয়োগপ্রাপ্ত) লাইন শ্রমিকসহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, গুণগতমানহীন মালামাল ক্রয় করে গ্রাহক ভোগান্তি বৃদ্ধি করার প্রতিবাদে ও স্মার্ট-টেকসই বাংলাদেশ বিনির্মাণে বিআরইবি-পিবিএস একীভূতকরনসহ অভিন্ন চাকরীবিধি বাস্তবায়ন ও সকল চুক্তিভিত্তিক/অনিয়মিত কর্মচারীদের চাকুরীতে নিয়মিত করণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতী চলবে।