বিএনপি জামায়াত কর্তৃক পুলিশ হত্যা,অগ্নিসংযোগ, সাংবাদিক নির্যাতন,প্রধান বিচারপতির বাসভবনে হামলা সহ সকল প্রকার সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ওয়ার্কার্স পার্টির দেশব্যাপী প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে গোবিন্দগঞ্জে মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
বুধবার (২রা নভেম্বর) সকাল ১১’টা ৩০ মি: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শহীদ মিনার সংলগ্ন কার্যালয় থেকে লাল পতাকার মিছিল পৌরবন্দর প্রদক্ষিণ করে গোবিন্দগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে সভাপতি ও প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি এম এ মতিন মোল্লা।
বক্তব্য রাখেন পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লুৎফর রহমান, পার্টিনেতা রফিকুল ইসলাম, জাতীয় কৃষক সমিতির কৃষকনেতা মমতাজ আলী প্রধান,আবুল কাশেম,যুবমৈত্রী জেলা ও উপজেলা সভাপতি যুবনেতা আশরাফুল ইসলাম প্রমুখ।