গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপি-জামাতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা ৪৮ ঘন্টার অবরোধের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুর ১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধানের নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক ও মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে থানা চৌমাথা মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিঞা আসাদুজ্জামান হীরু, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রোকনুজ্জামান বুদু, আওয়ামী লীগ নেতা নুরে আলম সিদ্দিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।