গোবিন্দগঞ্জে নিখোঁজ ধিরেন্দ্রনাথ সাহা (৬১) নামের এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বেলা সাড়ে ১১টায় গোবিন্দগঞ্জ গাইবান্ধা সড়কের নাকাইহাট এলাকার বড়পুল নামের একটি ব্রীজের নীচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশটি বিলের পানিতে ভাসমান অবস্থায় ছিল। ধীরেন্দ্র্রনাথ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের ছোট নারায়নপুর গ্রামের মৃত হৃদয় নাথ সাহার ছেলে এবং পেশায় একজন অটোচালক।
পারিবারিক সুুত্র জানা গেছে, গত বৃৃহস্পতিবার বিকেলে ধীরেন্দ্র না ধীরু অটো নিয়ে বেড় হয়ে আর বাড়ীতে ফেরেনি। গত শুক্রবার পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করে না পেয়ে তার নিখোঁজের ব্যাপারে থানায় একটি সাধারণ ডাইরী করা হয়। এর এক পর্যায়ে শনিবার সকালে তার মরদেহ ওই স্থানে কচুরী পানার মধ্যে ভাসমান অবস্থায় থাকার খবর পেয়ে সেখানে গিয়ে লাশ সনাক্ত করে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান এ ব্যাপারে থানা একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।