Dhaka ১০:২২ অপরাহ্ন, সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ




গোবিন্দগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ ৩জন গ্রেফতার

র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের অভিযানে ৩০ কেজি শুকনো গাঁজা, ০১টি টাটা ট্রাক ও ০১টি মটর সাইকেল জব্দসহ ০৩ মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে। সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ৩১ আগষ্ট র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রংপুর হইতে একটি মটর সাইকেলের চালকের সহযোগীতায় একটি মালবাহী ট্রাক যোগে অবৈধ মাদকদ্রব্য (গাঁজা) বহন করিয়া ঢাকার দিকে যাইতেছে।

র‌্যাব-১৩ এর অভিযানিক দলটি গোবিন্দগঞ্জ থানাধীন গাইবান্ধা মোড় ফ্লাইওভারের পুর্ব পাশে রংপুর টু ঢাকা হাইওয়ে রোডগামী পাকা রাস্তার উপর ০৩:২৫ চেকপোস্ট স্থাপন করিয়া ৩০ কেজি শুকনো গাঁজা, ০১টি মালবাহী ট্রাক ও ০১টি মটর সাইকেল সহ কুখ্যাত মাদক কারবারী নড়াইলের ভদ্রবেলা গ্রামের হারুন অর রশিদের ছেলে মো. নাহিদ (২৭), যশোরের অভয়নগর উপজেলার মকবুল বিশ্বাসের ছেলে নাজমুল বিশ্বাস (২৬) এবং একই এলাকার নজরুল ইসলাম মোল্লার ছেলে আব্বাস মোল্লা (২৫) কে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীগণ স্বীকার করে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

পরে তাদেরকে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।




সুন্দরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা

x

গোবিন্দগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ ৩জন গ্রেফতার

প্রকাশ: ০১:১৬:০৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪

র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের অভিযানে ৩০ কেজি শুকনো গাঁজা, ০১টি টাটা ট্রাক ও ০১টি মটর সাইকেল জব্দসহ ০৩ মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে। সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ৩১ আগষ্ট র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রংপুর হইতে একটি মটর সাইকেলের চালকের সহযোগীতায় একটি মালবাহী ট্রাক যোগে অবৈধ মাদকদ্রব্য (গাঁজা) বহন করিয়া ঢাকার দিকে যাইতেছে।

র‌্যাব-১৩ এর অভিযানিক দলটি গোবিন্দগঞ্জ থানাধীন গাইবান্ধা মোড় ফ্লাইওভারের পুর্ব পাশে রংপুর টু ঢাকা হাইওয়ে রোডগামী পাকা রাস্তার উপর ০৩:২৫ চেকপোস্ট স্থাপন করিয়া ৩০ কেজি শুকনো গাঁজা, ০১টি মালবাহী ট্রাক ও ০১টি মটর সাইকেল সহ কুখ্যাত মাদক কারবারী নড়াইলের ভদ্রবেলা গ্রামের হারুন অর রশিদের ছেলে মো. নাহিদ (২৭), যশোরের অভয়নগর উপজেলার মকবুল বিশ্বাসের ছেলে নাজমুল বিশ্বাস (২৬) এবং একই এলাকার নজরুল ইসলাম মোল্লার ছেলে আব্বাস মোল্লা (২৫) কে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীগণ স্বীকার করে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

পরে তাদেরকে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।