গাইবান্ধা জেলা মটর শ্রমিক ইউনিয়নের (রেজি নং- রাজ ১০৭) নবনির্বাচিত কর্মকর্তারা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলকে ফুলেল শুভেচ্ছা জানান এবং মতবিনিময় করেন।
শুক্রবার সকাল ১১টায় জেলা সদর হাসপাতাল রোডস্থ জেলা বিএনপির সভাপতি মইনুল হাসান সাদিকের বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সেখানে জেলা শ্রমিক দলের সভাপতি অ্যাড: কাজী আমিরুল ইসলাম ফকুর সভাপতিত্বে মতবিনিময়কালে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক শাহজালাল সরকার খোকন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হুনান হক্কানী, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আশরাফুল আলম বাদশা, কার্যকরী সভাপতি মো. ময়নুল হক, সাধারণ সম্পাদক অ্যাড. গৌতম কুমার চক্রবর্তী বিশু, সহ-সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শহিদ, কোষাধ্যক্ষ আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শামীম রহমান শামীম, সদস্য মুক্তার হোসেন, সজিব মিয়া, জেলা বিএনপি নেতা এসএম কামাল হোসেন, শ্রমিক দল নেতা শামসুল আলম বকসি, শেখ তৌহিদ হক্কানী, জাহিদ হাসান বিপ্লব, মাসুদুল হক মামুন, আসাদুজ্জামান রিপন, মাহমুদুর রহমান রতন, ফিরোজ মন্ডল, কুদ্দুস মোড়ল, প্রমুখ।
শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সংগঠনের নানা সমস্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। জেলা বিএনপির সভাপতি ডা: মইনুল হাসান সাদিক বলেন, শ্রমিকদের কার্যক্রম গতিশীল করতে যে কোন ধরণের সহযোগিতার প্রয়োজন হলে তাদেরকে সহযোগিতার আশ্বাস দেন।