গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নে র কুমেদপুর আদর্শ প্রি- ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) সকালে স্কুল মাঠে কুমেদপুর আদর্শ প্রি- ক্যাডেট স্কুলের ম্যানেজিক কমিটির সভাপতি এ,কে,এম সালাহ উদ্দিন কাশেম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিচালক শফিউল ইসলাম আকন্দ, অধ্যক্ষ ফিরোজ কবীর, উপাধ্যক্ষ মামুন মিয়া,শিক্ষক গোলাম রব্বানী প্রধান,শফিউল ইসলাম শফিকুল, সাবেক শিক্ষক আঃ মজিদ।
অন্যঅন্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায়ী শাহীন মিয়,শফিকুল ইসলাম মুকুল, মিঠু মিয়া,আশরাফ আালী প্রমুখ।
পরে গাইবান্ধা জেলা কিন্ডার গার্ডেন বৃত্তি উন্নয়ন প্রকল্প-২০২২ পরীক্ষায় কুমেদপুর আদর্শ প্রি- ক্যাডেট স্কুলের অংশগ্রহণকারী বৃত্তি প্রাপ্ত ১০ জন ছাত্র- ছাত্রীদের মাঝে প্রত্যেককে নগদ ৫০০ শত টাকা করে প্রদান করা হয়।