গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের গড়েয়া-বোনভাঙ্গার বিলে চায়না দুয়ারীর জালের ছড়াছড়ি, বিপন্ন দেশি মাছ।
সরে জমিনে দেখা যায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের গড়েয়া-বোনভাঙ্গা (বজরীমাড়া) বিলে চায়না দুয়ারী বা চায়না জাল ব্যবহার করে মাছ শিকারে
মহোৎসব চলছে । এতে দেশীয় মাছ বিপন্ন হওয়ার পাশাপাশি ক্ষতির মুখে পড়ছে জলজ উদ্ভিদ ও জীববৈচিত্র্য।
স্থানীয়দের অভিযোগ, উপজেলা মৎস্য বিভাগের উদাসীনতা ও জাল ব্যবসায়ীদের সাথে সংশ্লিষ্টদের গভীর সখ্যতায় প্রতিটা বাজারে প্রকাশ্যে ক্রয়-বিক্রয় হচ্ছে নিষিদ্ধ ঘোষিত অবৈধ কারেন্ট জালসহ বিভিন্ন প্রকার নিষিদ্ধ ঘোষিত এসব জাল।
চায়না জালের দখলে খাল-বিল, নদী-নালা হারিয়ে যাচ্ছে দেশি প্রজাতির মাছ। জানা গেছে, সরু ও মিহি বুননের এ জাল সাধারণত ৫০ থেকে ১০০ ফুট লম্বা হয়। প্রস্থ এক থেকে দেড় ফুট হয়ে থাকে। ভেতরে লোহার চারকোনা রড দিয়ে বানানো হয় ফ্রেম। প্রতিটি ফ্রেমেই রয়েছে দুই দিক থেকে মাছ প্রবেশের সুযোগ। জালের এক গিঁট থেকে আর এক গিঁটের দূরত্ব খুবই কম থাকায় মাছ একবার ভেতরে ঢুকলে আর বের হতে পারে না।
নলডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর জানান, চায়না দুয়ারী জাল সরকার নিষিদ্ধ করলরও কিছু অসাধু ব্যবসায়ীরা নিয়ম না মেনেই এসব চায়না দুয়ারী জাল দিয়ে দেশি প্রজাতির মাছ বিপন্ন হওয়ার পাশাপাশি ক্ষতির মুখে পড়ছে জলজ উদ্ভিদ ও জীববৈচিত্র্য। তিনি বলেন, এসব চায়না দুয়ারী জাল পুড়িয়ে ফেলা দেয়া দরকার।
সম্পাদকঃ হারুণ অর রশিদ বাদল
বার্তা সম্পাদকঃ মোঃ ওমর ফারুক
হেড অফিসঃ গোডাউন রোড (কাঠপট্রি ),গাইবান্ধা
মোবাইলঃ ০১৭১৪-৫২৬৪১১, ০১৭৮৩-০১১৫৮৩
ই-মেইলঃ aubiramnews@gmail.com, aubiramnews.com@gmail.com
সাপ্তাহিক অবিরাম পত্রিকা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত