
গাইবান্ধার সাদুল্লাপুর থানা পুলিশের বিশেষ অভিযানে পাথর বোঝাই ট্রাকে ১৩ কেজি শুকনো গাঁজা সহ ২ মাদক ব্যাবসায়ী ট্রাক ড্রাইভার ও হেলপারকে গ্রেফতার করেছেন সাদুল্লাপুর থানা পুলিশ।
জানা যায় সাদুল্লাপুর থানা পুলিশ গোপন সুত্রে জানতে পারে ঢাকা রংপুর মহাসড়ক দিয়ে মাদকের একটি চালান ঢাকায় যাবে। সুত্রের প্রেক্ষিতে ১৯ ফেব্রুয়ারী রাত্রী ২টার সময় সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান ও ধাপেরহাট তদন্ত কেদ্রের ইনচার্জ শুকুর আলীর নেতৃত্বে পুলিশের একটি দল মহাসড়কে যানবাহন তল্লাশীকালে ধাপেরহাট ওভারব্রিজ সংলগ্ন শিরোপা ইলেকট্রনিক্স ও ওয়াল্টন শোরুম এর সামনে কুড়িগ্রাম ভুরুঙ্গামারী হতে ঢাকা টাংগাইল গামী পাথর বোঝাই ৬ চাকা বিশিষ্ট ট্রাক (ঢাকা মেট্রো-ট ২২-৯৩৯৫) থেকে ১৩ কেজি শুকনো গাঁজা সহ কুড়িগ্রাম ভুরুঙ্গামারী ইসলামপুর গ্রামের মোঃ সিদ্দিকুর রহমানের পুত্র ট্রাক ড্রাইভার মোঃ নাজমুল হক (২৪) ও কুড়িগ্রাম ভুরুঙ্গামারী দেওয়ানী কামারচুল্লারপাড় গ্রামের মোঃ বেলাল হোসেনের পুত্র হেলপার মোঃ খোকন মিয়া (২২) গ্রেপ্তার করে।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান প্রতিবেদকে বলেন আসামীদের বিরুদ্ধে ১৯ ফেব্রুয়ারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।