
গাইবান্ধার সাঘাটা উপজেলার স্বেচ্ছাসেবীদের অলাভজনক ও জনপ্রিয় সংগঠন সাঘাটা উন্নয়ন সংস্থা। জন্মলগ্ন থেকে নানা চরাই উতরাই পেরিয়ে সংগঠনটির পথচলা প্রায় ১৫ বছর। দীর্ঘদিনের পথচলায় এ পর্যন্ত সংগঠনটি ফ্রি ব্লাড ডোনেট ক্যাম্পেইন, শীতার্তদের মাঝে কম্বল, ধর্মীয় প্রতিষ্ঠানে পবিত্র কুরআন শরীফ বিতরণ, বৃক্ষরোপণ সহ নানামুখী সমাজ কল্যাণমুখী কার্যক্রমে অতুলনীয় প্রশংসা কুড়িয়েছে। উত্তরাঞ্চলের বন্যা কবলিত এলাকা হিসেবে চিহ্নিত হওয়া সাঘাটা—ফুলছড়ির চরাঞ্চলের মানুষ প্রতিবছর যখন বন্যায় সহায় সম্বলহীন হয়ে পড়ে তখন এ সংগঠনটি কখনো হাত গুটিয়ে বসে থাকে নি। চলতি বছর শীত মৌসুমে সংগঠনটি বরাবরের মতো কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। বেছে বেছে প্রাপ্যদের কাছে শীতনিবারক কম্বল পৌঁছানো যেন সংগঠনটির গুরু দায়িত্ব। এমনি এক দুস্থ পরিবারের সন্তান, বিশেষচাহিদা সম্পন্ন সাগর। বাড়ির আঙ্গিনায় তীব্র শীতে পাটিতে শুয়ে ছিল। এ সংগঠনটি তাদের পক্ষ থেকে শীত নিবারক কম্বল পৌঁছে দিতে যেন বিন্দু মাত্রও ভুল করেনি তাকে।
এছাড়াও সাঘাটা উপজেলার মানসিক প্রতিবন্ধী শাজাহান, মনেরা বেগম প্রমুখের কাছে সাহায্য নিয়ে হাজির হয়েছে এ সংগঠনটির স্বেচ্ছাসেবীরা। অসহায় এসব পরিবারের প্রধানগণ এ প্রতিবেদককে জানিয়েছেন, ‘এ সংস্থা প্রতিবছর আমাদের সাধ্যমত সহযোগিতা করে। আমরা খুব খুশি বাবাদের উপর।’
সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফাহমিদুল ইসলাম মোল্লা রানা এ প্রতিবেদককে জানান, আমার প্রাথমিক স্বপ্ন ছিল সাঘাটার অসহায় সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। কিন্তু এখন সমগ্র বাংলাদেশ জুড়েই এর কার্যক্রম বিনালাভে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। সংগঠনটির শুরুর দিকে সমাজের কিছু মানুষ আমাকে নানাভাবে বাধা প্রদান করেছে, কিন্তু আমি থেমে থাকি নি। ব্যক্তিগতভাবে আমি একটি রাজনৈতিক দল (বিএনপি) সাপোর্ট করি। কিন্তু সহযোগিতা প্রদানের ক্ষেত্রে কখনো দল দেখি নি। তবুও একটি পক্ষ বিভিন্নভাবে সংগঠনটি পন্ড করার চেষ্টায় মেতে থাকত। বর্তমানে, স্বৈরাচারের পতন হওয়ায় নতুন কিছু পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এগোচ্ছি।
তিনি আরও জানান, এ সংগঠনে দলমত নির্বিশেষে সকল শ্রেণির মানুষজন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন। জীবনের সবটুকু সময় সকলকে নিয়ে এ সংগঠনের মাধ্যমে নিরলস সেবা প্রদান করে যেতে চাই। সংগঠনটির বিভিন্ন সামাজিক কার্যক্রমে এ উপজেলার নির্বাহি কর্মকর্তা ও থানা পুলিশ সাধ্যমত সহযোগিতার চেষ্টা করেছেন।
এ বিষয়ে ইউএনও ইসাহাক আলী জানান, সামাজিক কর্মকান্ডের সাথে যুক্ত সংগঠনগুলোর সাথে আমাদের সার্বক্ষণিক সহযোগিতা অব্যাহত থাকবে।