গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া বাজারে চটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করার অভিযোগে দুই ব্যবসায়ীকে ০২ হাজার টাকা করে জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসহাক আলী ।
জানা যায় বুধবার (৩১ শে জানুয়ারী) সাঘাটা উপজেলার বোনারপাড়া বাজারে এক অভিযানে চাল ব্যবসায়ী মুনজুর মিয়া ও কলেজ মোড়ের ধানচাল ব্যবসায়ী আনিছুর রহমান সরকারী নির্দেশনা উপেক্ষা করে চটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করা্র সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা আদায় করেন। সেই সাথে ভবিষ্যতে প্লাস্টিকের বস্তার পরিবর্তে চটের বস্তা ব্যবহার করার নির্দেশ প্রদান করেন।
এসময় অভিযানে সহায়তা করেন বোনারপাড়া খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশিদ, বোনারপাড়া সরকারী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ ।