
আসন্ন দূর্গাপুজা উপলক্ষে সাঘাটাজুড়ে ধাপে ধাপে বিভিন্ন ইউনিয়নে পূজা উদযাপন কমিটির সাথে আলোচনায় বসেছে উপজেলা ও ইউনিয়ন বিএনপি।
এরই ধারাবাহিকতায় শুক্রবার(০৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ভরতখালী ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ে পূজা উদযাপন কমিটির সাথে মত বিনিময় করেন।
এসময় ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি সম্পাদক সহ সনাতন ধর্মাবলম্বীদের পূজা সংক্রান্ত সব ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন বিএনপির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির নেতা রুস্তম আলী, মজিদুর রহমান টেক্কা, মোনারুল ইসলাম, সুজন মোহাম্মদ আল মোজাদ্দেদ, চয়ন ঘোষ। এছাড়াও পূজা উদযাপন কমিটির সুভল সাহা, মৃণাল কান্তি প্রমুখ।