
নাশকতার মামলায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক মো. আতাউর রহমানকে (৫৩) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বিকেলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। আতাউর রহমান উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটি গ্রামের মৃত কবির উদ্দিনের ছেলে। তিনি শোভাগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে উপজেলার ছাপড়হাটি গ্রামে অভিযান চালিয়ে নাশকতার মামলার এজাহার নামীয় আসামি আতাউর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
ওসি বলেন, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা নাশকতার একটি মামলার এজাহারভুক্ত আসামি জামায়াত নেতা আতাউর রহমান। সেই মামলায় তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।