গাইবান্ধার সুন্দরগঞ্জের সর্বানন্দ ইউনিয়নের জনসাধারণের পুষ্টির চাহিদা পূরণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, সবুজ পরিবেশ গড়াসহ পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ২০ হাজার ফলের চারা বিতরণ করেন ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সারাদিন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নবাসীর মাঝে এ ফলের চারা বিতারন করেন। গত ২৫ ডিসেম্বর থেকে ফলের চারা বিতরণ শুরু করে পর্যায়ক্রমে উন্নত জাতের হাড়ীভাঙ্গ, আম, কমলা ও মালটার চারা বিতরন করেন।
সর্বানন্দ ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, পুষ্টির চাহিদা পূরণ ও সবুজ পরিবেশ গড়তে তিনি নিজস্ব অর্থায়নে ২০ হাজার ফলের চারা বিতরণ করেন।