Dhaka ০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ




সুন্দরগঞ্জে পল্লীবন্ধু এরশাদ হাসপাতাল উদ্বোধন

এলাকার অসহায় মানুষসহ সকলের চিকিৎসা সেবা নিশ্চিত করনে গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত কুড়ি শয্যা বিশিষ্ট পল্লীবন্ধু এরশাদ হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।

বুধবার উদ্বোধন উপলক্ষে হাসপাতাল চত্বরে এক আলোচনা সভা বামনডাঙ্গা ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি রেজাউল আলম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দ্বাদশ সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী, জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব, প্রেসিডিয়াম সদস্য ও পল্লীবন্ধু হাসপাতালের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

জানা যায়, অবহেলিত এ জনপদের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে একটি বিশেষায়িত হাসপাতালের প্রয়োজনীয়তা অনুভব করে আসছিলেন ব্যারিস্টার পাটোয়ারী। এমন ভাবনা থেকেই বছর দুয়েক আগে হাসপাতালটির নির্মাণ কাজ শুরু করেন তিনি। নামকরণ করা হয় জাপা চেয়ারম্যান ও প্রয়াত রাষ্ট্রপতি হোসেইন মুহাম্মদ এরশাদের নামের সাথে সাদৃশ্য রেখে ‘পল্লীবন্ধু এরশাদ হাসপাতাল।’ কুড়ি শয্যা বিশিষ্ট এ হাসপাতালটি ৭ তলা করার কথা থাকলেও আপাতত কাজ সম্পন্ন করা হয়েছে ২ তলা পর্যন্ত। আর ব্যয় হয়েছে প্রায় ৫ কোটি টাকা।

বুধবার দুপরে হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি বলেন, এটি হবে একটি বিশেষায়িত হাসপাতাল। নামমাত্র খরচে চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে এ হাসপাতালে। রয়েছে রোগ নির্ণয়ের জন্য আধুনিক ডায়াগনস্টিক ব্যবস্থা, অপারেশন থিয়েটার ও বিশেষজ্ঞ চিকিৎসক। আগামী ১ মাসের মধ্যে চালু হবে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস ব্যবস্থা। করা হবে একটি ক্যান্সার হাসপাতালও। যাতে শুধু সুন্দরগঞ্জ নয়, আশপাশের জেলাগুলোর রোগীও চিকিৎসা সেবা পাবেন।

এতে আরো বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মো. আবদুর রশীদ রেজা সরকার ডাবলু, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সোলায়মান সামি, প্রবীন সাংবাদিক হাবিবুর রহমান হবি, জাতীয় পার্টির উপজেলা সহ সভাপতি মো. জহুরুল ইসলাম বাদশা, জাপা নেতা মো. আকবর আলী দারোগা ও আবদুল গফুর মন্ডলসহ অনেকে।

ট্যাগ :




সর্বাধিক পঠিত

গাইবান্ধায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

x

সুন্দরগঞ্জে পল্লীবন্ধু এরশাদ হাসপাতাল উদ্বোধন

প্রকাশ: ০৫:৩৩:১৭ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪

এলাকার অসহায় মানুষসহ সকলের চিকিৎসা সেবা নিশ্চিত করনে গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত কুড়ি শয্যা বিশিষ্ট পল্লীবন্ধু এরশাদ হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।

বুধবার উদ্বোধন উপলক্ষে হাসপাতাল চত্বরে এক আলোচনা সভা বামনডাঙ্গা ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি রেজাউল আলম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দ্বাদশ সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী, জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব, প্রেসিডিয়াম সদস্য ও পল্লীবন্ধু হাসপাতালের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

জানা যায়, অবহেলিত এ জনপদের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে একটি বিশেষায়িত হাসপাতালের প্রয়োজনীয়তা অনুভব করে আসছিলেন ব্যারিস্টার পাটোয়ারী। এমন ভাবনা থেকেই বছর দুয়েক আগে হাসপাতালটির নির্মাণ কাজ শুরু করেন তিনি। নামকরণ করা হয় জাপা চেয়ারম্যান ও প্রয়াত রাষ্ট্রপতি হোসেইন মুহাম্মদ এরশাদের নামের সাথে সাদৃশ্য রেখে ‘পল্লীবন্ধু এরশাদ হাসপাতাল।’ কুড়ি শয্যা বিশিষ্ট এ হাসপাতালটি ৭ তলা করার কথা থাকলেও আপাতত কাজ সম্পন্ন করা হয়েছে ২ তলা পর্যন্ত। আর ব্যয় হয়েছে প্রায় ৫ কোটি টাকা।

বুধবার দুপরে হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি বলেন, এটি হবে একটি বিশেষায়িত হাসপাতাল। নামমাত্র খরচে চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে এ হাসপাতালে। রয়েছে রোগ নির্ণয়ের জন্য আধুনিক ডায়াগনস্টিক ব্যবস্থা, অপারেশন থিয়েটার ও বিশেষজ্ঞ চিকিৎসক। আগামী ১ মাসের মধ্যে চালু হবে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস ব্যবস্থা। করা হবে একটি ক্যান্সার হাসপাতালও। যাতে শুধু সুন্দরগঞ্জ নয়, আশপাশের জেলাগুলোর রোগীও চিকিৎসা সেবা পাবেন।

এতে আরো বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মো. আবদুর রশীদ রেজা সরকার ডাবলু, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সোলায়মান সামি, প্রবীন সাংবাদিক হাবিবুর রহমান হবি, জাতীয় পার্টির উপজেলা সহ সভাপতি মো. জহুরুল ইসলাম বাদশা, জাপা নেতা মো. আকবর আলী দারোগা ও আবদুল গফুর মন্ডলসহ অনেকে।