
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের লাটশালার চর গ্রাম হতে মতিয়ার রহমান (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে বাড়ির পাশে জিগার গাছে রশি দিয়ে আত্মহত্যা করে। বুধবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। মতিয়ার ওই গ্রামের হোসেন আলীর ছেলে।
পরিবারের দাবি দীর্ঘ ৮ মাস পূর্বে একই গ্রামের পিয়ারুল হকের কন্যা পারভীন বেগমের সাথে বিয়ে হয় মতিয়ারের। বিয়ের পর থেকে তাদের দুই জনের মধ্যে কলহ লেগেই ছিল। ঘটনার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। অভিমান করে সে আত্মহত্যা করেছে।
থানার পুলিশ পরিদর্শক তদন্ত মিলন কুমার চ্যাটার্জী জানান, পরিবারের পক্ষ হতে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।