গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার হাতিয়া চৌরাস্তায় নামক স্থানে দাঁড়িয়ে থাকা এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কায় ৭ আহত হয়েছেন
মঙ্গলবার (৯ জুলাই) রাত ৯ টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের হাতিয়া চৌরাস্তা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সুত্রে জানাযায়, রাত ৯ দিকে ধোপাডাঙ্গা ইউনিয়নের হাতিয়া চৌরাস্তা নামক স্থানে কাউন্টারে যাত্রী তুলছিল মিথিলা পরিবহন। দ্রুত গতিতে আসা জান্নাত পরিবহন ওই বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মিথিলা পরিবহনের পিছনের অংশ জান্নাত পরিবহনের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়, বাসে থাকা যাত্রীসহ পথচারী গুরুতর আহত হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, বাস দুইটিকে জব্দ করা হয়েছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।