‘অধিকার আদায়ে আমরা সবাই’ এক সাথে এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ ফার্মাসিটিক্যাল রিপ্রেজেনটিভ এসোসিয়েশ (ফারিয়া) এর বামনডাঙ্গায় ফারিয়ার এরিয়া কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের হলমোড়ে কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ম্যানেজার ফোরাম গাইবান্ধার সভাপতি আশরাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা সদর ফারিয়া কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, ম্যানেজার ফোরাম গাইবান্ধার সাধারণ সম্পাদক খন্দকার রবিউল ইসলাম, গাইবান্ধা সদর ফারিয়া কমিটির সাধারণ সম্পাদক সাজু মিয়া, বি.সি.ডি.এস সুন্দরগঞ্জের সভাপতি সদরুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে ২ বছর মেয়াদী নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে রাশেদুল ইসলাম বাবু কে সভাপতি ও পাভেল মিয়া কে সাধারণ সম্পাদক এবং ফেরদৌস আলম কে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করে ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।