
গাইবান্ধার সুন্দরগঞ্জে আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৪ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের নিমিত্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ নাজির হোসেন।
উপজেলার সোনারায় ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত কুমার সরকার এর সঞ্চালনায় প্রস্তুতি সভা বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওয়ালিফ মন্ডল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা গোলাম রব্বানী, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)মিলন কুমার চ্যাটার্জী, সুন্দরগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার বাবলু, সাধারণ সম্পাদক আল্পনা রানী গোস্বামী,উপজেলা জামাতের আমির শহিদুল ইসলাম মঞ্জু, পৌর জামাতের আমির একরামুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ বাবুল আহমেদ, পৌর বিএনপির আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া নিপুন, সদস্য সচিব মিজানুর রহমান দিপু, চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ, মনোয়ার আলম সরকার, সাংবাদিক মোশারফ হোসেন বুলু, এ মান্নান আকন্দ প্রমুখ।
এছাড়াও প্রস্তুতি সভায় অত্র উপজেলার সকল হিন্দু সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ৯ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এবারে সুন্দরগঞ্জ উপজেলার ১টি পৌরসভা সহ ১৫টি ইউনিয়নে ১১৪টি পূজা মন্দিরে শারদীয় দূর্গা পুজা পালিত হবে।