গাইবান্ধার সুন্দরগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নাতি ও নাতি বউয়ের লাঠির আঘাতে দাদার মৃত্যু হয়েছে।
নিহত আব্দুল খালেক ভোলা (৭০) বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ কাঠগড়া গ্রামের মৃত: আছর প্রামানিকের ছেলে।
রবিবার(২০ অক্টোবর) রাত ৯ টায় সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ কাঠগড়া গ্রামে ঘটনা ঘটে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে ওই পরিবারের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। মাঝেমধ্যেই বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলত। তারই ধারাবাহিকতায় রবিবার রাতে নাতি বউ মোছাঃ রেখা বেগম তার ছোট বাচ্চার পায়খানা ফেলাকে কেন্দ্র করে দাদার পরিবারের সঙ্গে বাকবিতন্ডার সৃষ্টি হয়।
এরই এক পর্যায়ে নাতি আলম মিয়া ও নাতি বউ রেখা বেগমের লাঠির আঘাতে দাদা আব্দুল খালেক ভোলা মাটিতে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
এ ঘটনায় মোঃ আলম মিয়া ও মোছাঃ রেখা বেগমকে পুলিশ আটক করেছে।
মোঃ আলম মিয়া (৩৫) একই গ্রামের মৃত: হবিবুর ছেলে ও মোছাঃ রেখা বেগম (৩০) আলম মিয়ার স্ত্রী।
সুন্দরগঞ্জ অফিসার ইনচার্জ সেলিম রেজা বলেন, এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদকঃ হারুণ অর রশিদ বাদল
বার্তা সম্পাদকঃ মোঃ ওমর ফারুক
হেড অফিসঃ গোডাউন রোড (কাঠপট্রি ),গাইবান্ধা
মোবাইলঃ ০১৭১৪-৫২৬৪১১, ০১৭৮৩-০১১৫৮৩
ই-মেইলঃ aubiramnews@gmail.com, aubiramnews.com@gmail.com
সাপ্তাহিক অবিরাম পত্রিকা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত