গাইবান্ধার সুন্দরগঞ্জে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজির হোসেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম সরকার মঞ্জু, উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক মাহমুদ, পৌর জামায়াতের আমির একরামুল হক, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদেক হেসেন প্রমুখ।
পরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪ হাজার ১’শ জন কৃষকের মাঝে গম, ভুট্টা, সরিষা, সয়াবিনের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অতিথিরা।