গাইবান্ধার ‘অন্তরঙ্গ থিয়েটার’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার উদ্বোধনী দিনে স্থানীয় পৌরপার্কে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের সময় জাতীয় সংগীত পরিবেশিত হয়।
পরে সংগঠনের সভাপতি সাজু সরকারের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন নাট্যকার শাহ আলম বাবলু, অ্যাড. আনিস মোস্তফা তোতন, কবি খোন্দকার নিপন, মানাবাধিকার নাট্য পরিষদ গাইবান্ধা শাখার সভাপতি মোঃ আলম মিয়া, নাট্যকর্মী মানিক বাহার প্রমুখ।
বর্ণাঢ্য র্যালি ও উদ্বোধনী ঘোষণা দেন নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলমগীর কবির বাদল। গাইবান্ধার বিশিষ্ট নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা ছাড়াও অনেকে র্যালিতে অংশ নেয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গাইবান্ধা পৌরপার্কে গিয়ে শেষ হয়।
পাঁচদিন ব্যাপীর অনুষ্ঠানে আজ দ্বিতীয় দিনে বল্লমঝাড় রঘুনাথপুর এমএ উচ্চ বিদ্যলয় মাঠে বিকালে পাতাখেলা,১৭ অক্টোবর জেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপন ও ১৮ অক্টোবর সন্ধ্যায় পৌরপার্কের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে গুণীজন সংবর্ধনা ও সম্মাননা, সাজু সরকারের রচনা ও নির্দেশানায় নাটক ‘রসের বিনোদিনি’ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।