
পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ও পার্বতীপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় ১৮ জানুয়ারী পার্বতীপুর উপজেলার ৩টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ৩টি ইটভাটায় ২ লক্ষ টাকা করে জরিমানা করা হয়।
ইটভাটা গুলো হলো, উপজেলার দূর্গাপুরের মেসার্স এইচএম ব্রিক্স, জামতলীর মেসার্স এমবি ব্রিক্স ও কৈবর্তপাড়া মোড়ের মেসার্স বি.এম ব্রিক্স। মোবাইল কোর্ট পরিচালনা করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার। এসময় প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার রুনায়েত আমিন রেজা।
উক্ত মোবাইল কোর্ট অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ)আইন, ২০১৩(সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘন করায় উপরে উল্লেখিত ৩ টি ইটভাটাকে ৬ লক্ষ টাকা অর্থদন্ড আরোপ এবং নগদ আদায় করা হয়। মোবাইল কোর্টে সার্বিক সহযোগিতা প্রদান করেন পার্বতীপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস। পরিবেশের সুরক্ষার এরূপ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের ওই কর্মকর্তা।